দেশ

পুরী মহাসমারোহে পালিত হচ্ছে উল্টোরথ

আজ মাসির বাড়ি থেকে জগন্নাথদেবের পুনর্যাত্রা করার দিন ৷ মহাসমারোহে এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরবেন জগতের নাথ ৷ গুন্ডিচা মন্দির থেকে তিন ভাইবোনের রথ আসবে পুরীর মূল জগন্নাথ মন্দিরে ৷ সকাল থেকেই শুরু হয়েছে ব্যস্ততা ৷ পুরীতে জনসমাগম ৷ দেশ-বিদেশ থেকে ভক্তরা হাজির হয়েছেন ৷ ভিড়ে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ ভক্তদের সমাগমের জন্য পুরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । ভিড়ের উপর নজর রাখছে এআই । মৌসুমী বায়ুর অতিসক্রিয়তায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরীতে ৷ সেসব উপেক্ষা করেই মহাপ্রভুর প্রতি ভক্তদের আবেগ এবং উত্তেজনা বাড়ছে । উল্টোরথে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে ঘরে ফেরাতে ভক্তরা প্রস্তুত ।