পাত্র দেখতে এসে পাত্রপক্ষের বাড়িতেই পাত্রকে চায়ের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে দিল পাত্রী পক্ষের লোকেরা। এরপর বেহুঁশ করে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে পালালো পাত্রীপক্ষের পরিবারের লোকজন। লোহার রড ও ধারালো অস্ত্রের সাহায্যে তার মুখে, মাথায় আক্রমণ করে পালিয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার সাঁতরাগাছি মৌখালিতে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবক। উলুবেড়িয়ার বাসিন্দা পাত্রীপক্ষের লোকজন শনিবার পাত্র আফজল শেখের(২৮) বাড়িতে আসেন। আফজল ঘরে একাই ছিল। তখনই ঘটে ওই ঘটনা। জানা গিয়েছে, আফজল শেখ নামের ওই যুবকের সঙ্গে উলুবেড়িয়ার বাসিন্দা এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এবং ওই তরুণীর পরিবারের লোকেরা পাত্র দেখতে আসবে বলে ছেলের বাড়িতে আসেন। বাড়িতে একা থাকার সুযোগে আফজলকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করে দিয়ে তাঁকে অত্যাচার করে। তাঁর চোখ, মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। এরপরে পাত্রীপক্ষের বাড়ির লোক পালিয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে আফজল শেখ ঘন্টা তিনেক পরে রক্তাক্ত অবস্থায় নিজেই হাওড়ার জগাছা থানায় যায়। সেখানে গিয়ে মেয়ের বাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আফজল শেখকে পুলিশ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পাত্রী পক্ষের আসলে ওই আফজলের সঙ্গে তাঁদের বাড়ির মেয়ের মেলামেশা পছন্দ করছে না। তাঁরা বিয়েতে রাজি নয়। তাই ফাঁদ পেতে এই আক্রমণ করছে। তবে গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ।