গত ২১ জানুয়ারি থেকেই দেশজুড়ে নিম্নমুখী হতে শুরু করেছে করোনার গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের । কড়া বিধিনিষেধ আর দরকার নেই বলেই মনে করছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য জারি করা বিধিনিষেধ শিথিল করেছে। এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকেরও উচিৎ গত কয়েকমাসে যে বাড়তি বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেটা তুলে দেওয়া। স্বাস্থ্যমন্ত্রক বলছে, গত কয়েক মাসে সংক্রমণ বাড়তে থাকায় বেশ কিছু রাজ্য বিমানবন্দর এবং সীমানাগুলিতে অতিরিক্ত বিধিনিষেধ জারি করেছিল। কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করাটা যেমন জরুরি, তেমনি মানুষের চলাফেরা এবং অর্থনৈতিক কার্যকলাপ চলাটাও জরুরি। তাই রাজ্যগুলি বিধি নিষেধ পুনর্বিবেচনা করুক। বুধবার সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে এমনটাই জানাল কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে রাজ্যের মুখ্যসচিবদের বলা হল, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে এই অতিরিক্ত বিধিনিষেধ তুলে দেওয়া হোক। তবে আগের মতোই টেস্টিং, ট্র্যাকিং এবং টিকাকরণে জোর দিতে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। অর্থাৎ, ভারত যে মহামারীর শেষের দিকে চলে এসেছে কেন্দ্রের এই নির্দেশিকাতেই সেটাই স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।