আজ অরুণাচল প্রদেশ ভ্রমণে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গিয়েছে। কিবিহিতোতে আইটিবিপির জওয়ানদের সঙ্গে দেখা করার পাশাপাশি ভারত-চীন সীমান্তে ‘ভাইব্র্যান্ট ভিলেজেস’ বলে একটি উদ্যোগের সূচনা করবেন তিনি। সম্প্রতি মান্দারিন ভাষায় অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম বদলে বিতর্ক সৃষ্টি করেছিল বেজিং। সেই আবহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।