আজ দেশের সব রাজ্যের মুখ্যসচিবকেই চিঠি পাঠিয়ে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের তরফে ওই চিঠিতে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, কোভিডবিধি অমান্য করলেই মহামারী আইন প্রয়োগ করতে হবে। সাধারণ মানুষের সচেতনতা না ফিরলে আইনই যে একমাত্র হাতিয়ার তা মনে করিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠিতে বলা হয়েছে, করোনা মোকাবিলায় কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না। হটস্পটগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কন্টেনমেন্ট জোন তৈরি করে কঠোর বিধিনিষেধ জারি করতে হবে। চিঠিতে লেখা হয়েছে, অনেক জায়গায় কোভিড বিধি সঠিকভাবে মানা হচ্ছে না। বিশেষ করে, জনপরিবহন এবং শৈল শহরগুলোতে। এছাড়া বাজারে প্রচুর ভিড় প্রায় প্রতিটি অঞ্চলে দেখা যাচ্ছে। যেখানে শারীরিক দূরত্ব মানা হচ্ছে না, অধিকাংশের মুখে মাস্ক থাকছে না। এর ফলে বহু জায়গায় সংক্রমণ বাড়ছে। এর পরেই কোভিড বিধি যেখানে মানা হচ্ছে না, সেখানে মহামারী আইন প্রয়োগ করার কথা ওই চিঠিতে লেখা হয়েছে। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। যাতে জনবহুল এলাকাগুলিতে বিধিনিষেধ সম্পূর্ণভাবে বহাল রাখার বিষয়ে পদক্ষেপ করা হয়। পাশাপাশি টিকাকরণ এবং পরীক্ষার ওপরেও জোর দিতে বলা হয়েছে চিঠিতে।