বিবিধ

‘চিনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা’, দাবি আমেরিকার এফবিআইয়ের 

চিনের উহানের ল্যাবরেটরিই কোভিড ১৯ অতিমারির উৎস, এই ধারণায় সিলমোহর দিল আমেরিকা । স্থানীয় সময় বুধবার ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিরেক্টর ক্রস্টোফার রে বিবৃতি দিয়ে বলেন, ব্যুরো পর্যালোচনা করে দেখেছে, কোভিড ১৯ অতিমারির উৎস সম্ভবত উহানের ল্যাবরেটরির ঘটনা থেকে। প্রসঙ্গত, উহানের ল্যাবে দুর্ঘটনাবশত লিক থেকে কোভিড ছড়িয়েছিল এমন দাবি করে গোয়েন্দা সংস্থাটি। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। অবশ্য এফবিআইয়ের রিপোর্টের সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ। এফবিআই ডিরেকটর এও বলেন, আমি এও বলতে পারি, চীনের সরকার আমরা এখানে যে কাজ করছি, আমেরিকা সরকার এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা যে কাজ করছে তাঁকে ঠেকানোর এবং বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।