উত্তরপ্রদেশে একই দিনে বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৩৮ জনের। সবচেয়ে খারাপ অবস্থা প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্রে খবর। উত্তর ভারতে বিগত বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে চলছে বজ্রপাতও। এর এতেই ঘটেছে একের পর এক মর্মান্তিক ঘটনা। বাজ পড়ে শুধু প্রতাপগড়েই মৃত্যু হয়েছে ১১ জনের। পিছিয়ে নেই সুলতানপুরও। সেখানেও অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ ও প্রয়াগরাজে চার জনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন।