লোকাল ট্রেন কীভাবে চালু করা যেতে পারে সেই নিয়ে আজই নবান্নে রেল-রাজ্য বৈঠকে বসতে চলেছে। আর তার আগে আজ সকালে ফের যাত্রীবিক্ষোভের খবর হল। হুগলির বৈদ্যবাটিতে আজ সকাল ৮টা থেকে চলছে রেল অবরোধ। পাশাপাশি অবরোধ চলছে জিটি রোডেও। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের ফের দাবি সাধারণ মানুষকেও স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে।