কলকাতা

একুশে জুলাইয়ের সমাবেশের আগে কলকাতায় বরুণ-মানেকা, তৃণমূলে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে

তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের ঠিক আগেই কলকাতায় এসে পৌঁছেছেন ইন্দিরা গান্ধির পুত্রবধূ মানেকা ও তাঁর ছেলে বরুণ গান্ধি৷ তাঁদের হঠাৎ কলকাতায় আগমন নেহাতই কাকতালীয় নাকি তৃণমূলের সমাবেশে যোগ দিতেই তাঁরা কলকাতায় এসেছেন, তা নিয়ে চর্চা চলছে নানা মহলে ৷ তাঁরা একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলে যোগ দেবেন কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে ৷