রেল ট্র্যাক পরিবর্তনের কাজ হবে ৷ তাই বর্ষশেষে ২দিন বন্ধ থাকবে বারাসত কাজিপাড়া যশোর রোডের যান চলাচল৷ এর জেরে বিচ্ছিন্ন হতে পারে কলকাতা-বনগাঁগামী সড়ক সংযোগ ৷ জানা গিয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর এই দু’দিন সাত ঘণ্টা যশোর রোডের একাংশ বন্ধ রেখে রেল ট্র্যাক পরিবর্তনের কাজ করা হবে ৷ বারাসত কাজিপাড়ার এক নম্বর রেলগেটে পুরনো লাইন পরিবর্তন করে নতুন রেললাইন পাতা হবে ৷ আর সেই কারণেই বিজ্ঞপ্তি জারি করে যশোর রোডের একাংশ (৩৫ নম্বর জাতীয় সড়ক) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বারাসত পুলিশ জেলার চাঁপাডালি ট্রাফিক গার্ড ৷ ট্রাফিক পুলিশের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারাসত কাজিপাড়া রেল ট্র্যাক পরিবর্তনের জন্য আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত যশোর রোডে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ৷ অর্থাৎ, এই রাস্তা দিয়ে বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসতে আসা-যাওয়ার কোনও গাড়ি যাতায়াত করবে না ৷ এই নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের কথাও হয়েছে ৷ তারপরই যশোর রোডের একাংশে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
