দেশ

রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে রণক্ষেত্র লাদাখ, মৃত ৪, আহত ৫০

 রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে রণক্ষেত্র লাদাখ ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কমপক্ষে চার বিক্ষোভকারীর ৷ আহত হলেন ৩০ জন ৷ বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ ৷ তাতেই এই চার জনের প্রাণ গিয়েছে বলে দাবি আন্দোলনকারীদের ৷ এই ঘটনার পরই 15 দিন ধরে চলতে থাকা অনশন প্রত্য়াহার করলেন সোনাম ওয়াংচুক ৷ আগে থেকেই বুধবার লাদাখ বনধের ডাক দিয়েছিল একটি সংগঠন ৷ তাদের ডাকে সকাল থেকে বিজেপির কার্যালয়ের বাইরে ভিড় বাড়তে শুরু করে ৷ এখনও কেন রাজ্য়ের মর্যাদা ফিরিয়ে দেওয়া হচ্ছে না তা জনাতে চায় ভিড় ৷ পরে বিজেপি সমর্থকদের সঙ্গে বিক্ষোভাকারীদের সঙ্গে সংঘর্ষ হয় ৷ ক্রমশ তা বড় আকার নিতে থাকে ৷ ২০১৯ সালে সংসদে আইন পাশ করে জম্মু ও কাশ্মীরে পাশাপাশি লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয় ৷ পরে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয় রাজ্য়ের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ কিন্ত তাতে বিলম্ব হচ্ছে দাবি করে নতুন করে অনশন শুরু করেছেন সোনাম ওয়াংচুক ৷ তাতে ১৫ জন অংশ নেন ৷ এর মধ্যে দুজনের শারীরিক পরিস্থিতির অবনতি হয় ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ এররপই বনধের ডাক দেয় লেহ অ্য়াপেক্স বডি ৷