বিদেশ

আগামী শনিবার থেকে আর শোনা যাবে না ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও

আগামী শনিবার থেকে আর শোনা যাবে না জনপ্রিয় ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও। গত ৬৩ বছর ধরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় সম্প্রচার হওয়া এই সার্ভিসটি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোয়া’র বাংলায় এফএম এবং শর্টওয়েভ রেডিও সম্প্রচারের আনুষ্ঠানিকতা ১৭ জুলাই শেষ হবে। বেতারে শ্রোতাগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়ায় এবং টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক-অনুসারীর সংখ্যা বাড়ায় বাংলা এফএম ও শর্টওয়েভে বেতার সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তারা টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা দর্শক-শ্রোতাগোষ্ঠীর জন্য নতুন অনুষ্ঠান ও আধেয় প্রচার বাড়াবে।