দেশ

রাজ্যের নাম পরিবর্তন এবং আরও বেশি ভ্যাকসিন দাবিতে মোদির কাছে সরব মমতা

তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয় ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে আধ ঘণ্টার বৈঠকে করোনার টিকা সরবরাহ বৃদ্ধি করার দাবি জানানোর পাশাপাশি রাজ্যের নাম পরিবর্তনের বিষয়েও তত্‍পর হতে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। এ দিন প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্‍ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় তিরিশ মিনিট কথা হয় দু’ জনের মধ্যে। মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, এ দিনের বৈঠক সৌজন্যমূলক ছিল।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের জয় সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি তাঁর। সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়

চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছি আমাদের আরও বেশি টিকা চাই। অন্যান্য রাজ্য টিকা পাক অসুবিধে নেই। কিন্তু জনসংখ্যার অনুপাতে অন্যান্য রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা। আমাদের রাজ্যে টিকাকরণের কাজ খুব ভাল ভাবে হচ্ছে। আমাদের রাজ্যে সংক্রমণের হারও এক শতাংশের আশেপাশে রয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের আগে সবাই যাতে টিকা পান, সে কথা প্রধানমন্ত্রীকে বলেছি।’ মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি কেন্দ্রের অনুমোদনের জন্য দীর্ঘদিন আটকে রয়েছে। ফলে এ বিষয়ে উদ্যোগী হতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। এর পাশাপাশি রাজ্যের কয়েকটি প্রকল্প নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।যদিও তিনি যে দাবিগুলি জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী জানিয়েছেন, সে বিষয়ে বিশদে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ট্যুইটও করে প্রধানমন্ত্রীর দফতর।