জেলা

৮টি বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চলেছে রাজ্য সরকার

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে নতুন করে ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার। এর জন্য আলাদা করে আটটি বিশেষ ট্রেনও আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সূত্রের খবর, এই ট্রেনে রাজ্যে ফিরতে চলেছেন ৩০ হাজারেরও বেশি শ্রমিক। আর শুধু শ্রমিকেরা নন, ট্রেনে ফেরানো হবে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পর্যটক, ছাত্র, রোগী সহ অনেককেই। এমনই জানা গিয়েছে সূত্র মারফত। এই ট্রেনে ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফেরানোর বিষয়ে তামিলনাড়ু, তেলঙ্গানা, কর্নাটক সহ একাধিক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার কথা বলেছেও খবর পাওয়া গিয়েছে।