প্রাকৃতিক গ্যাস সস্তায় রাজ্যবাসীর ঘরে পৌঁছে দিতে এবার তৎপর রাজ্য সরকার। উত্তরপ্রদেশ থেকে আসা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে তৎপর হল নবান্ন। উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে এই পাইপলাইন দুর্গাপুরে এসে পৌঁছেছে। আর এটিকেই এবার রাজ্যের বিভিন্ন জায়গায় পাইপলাইনের মাধ্যমে যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্যোগ নিল রাজ্য সরকার। এই বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে নবান্ন। ২০০৫ সালে রাজ্যে প্রাকৃতিক গ্যাস জোগাতে গেইলের সঙ্গে আলোচনায় উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর ক্ষমতার পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপরেই গেইল এই রাজ্যে প্রাকৃতিক গ্যাস জোগান দিতে নতুন প্রকল্প হাতে নেয়। জগদীশপুর থেকে এই রাজ্যে হলদিয়া হয়ে ধামড়া পর্যন্ত গ্যাসের জোগান দেবে গেইল। সেখান থেকে যাতে রাজ্যের সর্বত্র প্রাকৃতিক গ্যাস ছড়িয়ে দেওয়া হয় সেই জন্য এবার উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।