করোনার নতুন প্রজাতি নিয়ে আতঙ্কে ভুগছে ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশ। ইতিমধ্যেই করোনার নতুন প্রজাতি ওমিক্রন ভাইরাস নিয়ে লকডাউনে যেতে চলেছে বেশ কিছু দেশ। রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার। আর এবার প্রধানমন্ত্রী দেশবাসীকে কোভিডের নয়া প্রজাতি নিয়ে সতর্ক থাকতে বললেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। কিন্তু, সমস্ত আলোচনা, তর্কবিতর্ক চলুক সংসদের মর্যাদা ক্ষুণ্ন না করে। সংসদে যেই প্রশ্ন তুলুন না কেন স্পিকারের নির্দেশের সম্মান রেখেই তা করা হোক। কোনও আলোচনা যেন সংসদ ভবনের মর্যাদাকে আহত না করে। ‘ বিরোধীদের উদ্দেশে মোদির বার্তা, ‘ বিরোধিতা করুন কিন্তু তা যেন সংসদের গৌরবকে আঘাত না করে।’