কলকাতা

রাজ্যজুড়ে বাড়ছে তাপমাত্রা, ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে বাড়ছে তাপমাত্রার। দোলে তীব্র গরমের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহেই কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি। রাতের তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে রাজ্যে এখনই তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে জেলাগুলিতে। আগামী ৪৮ ঘণ্টা কলকাতা তথা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মার্চ মাস থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। চলতি মাসেই এই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। মে মাসে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।