তৃণমূল জামানায় বিরোধীরা সর্বক্ষণ দাবী জানান যে রাজ্যে শিল্প নেই। অথচ আজ শিল্পের ক্ষেত্রে চারটি সর্বভারতীয় পুরস্কার পেল বাংলা। বেসরকারি প্রতিষ্ঠান ‘স্কচ’ বাংলাকে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারে ভূষিত করল। চারটি পুরস্কারের মধ্যে গ্রামাঞ্চলে অনলাইন ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরণের জন্য একটি রুপো পেয়েছে বাংলা। আরেকটি রূপো এসেছে ই-নথিকরণ বিভাগের পরিষেবার জন্য। এছাড়া সোনা এসেছে অনলাইনে সার্টিফিকেট নবীকরণ পরিষেবায় খাতিরে। শিল্পসাথী প্রকল্পের জন্য রাজ্য পেয়েছে একটি প্ল্যাটিনাম। পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার প্রাপ্যের ঘটনাটি টুইট করে এদিন জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন,’আমি আপ্লুত হয়ে জানাচ্ছি, ব্যবসা বান্ধব উদ্যোগে রাজ্যের প্রকল্প- শিল্পসাথী, ই-নথিকরণ, শহরাঞ্চলে অনলাইনে নথিভুক্তকরণ শংসাপত্রের অনলাইনে পুনর্নবীকরণ ও গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্সে স্কচ অ্যাওয়ার্ড জিতেছে পশ্চিমবঙ্গ সরকার।’ তিনি আরও লেখেন,’অক্লান্ত পরিশ্রমের জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ব্যবসা বান্ধব পরিবেশে গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গ যাতে এগিয়ে থাকে তা নিশ্চিত করবে সরকার।’ জাতীয় স্তরে এই ধরনের চারটি পুরস্কার পাওয়াকে গর্বের বিষয় হিসেবে দেখছে শাসক দল। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে অনেকগুলি সর্বভারতীয় পুরস্কার পেয়েছে বাংলা। বিরোধীরা যদিও বেসরকারি ক্ষেত্রের এই পুরস্কারকে আমল দিতে রাজি নয়।