কলকাতা

যাদবপুরে অস্থায়ী উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

রাজ্য সরকারকে অন্ধকারে রেখে, কোনও আলোচনা না করে, এমনকি রাজ্য সরকারকে না জানিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাহুকে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন। সেই নিয়োগের বিরোধিতা করেই এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উল্লেখ্য, শনিবার রাতে রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বুদ্ধদেব সাহুকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা না করেই এভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে মোটেই ভালভাবে গ্রহণ করেনি নবান্ন। তার জেরেই এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এদিনই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।