কলকাতা

রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ, জানিয়ে দিল আবহাওয়া দফতর

বুধবার থেকে রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার থেকে হাওয়া বদল হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সোমবার রাতে অর্থাৎ নবমীর রাতে অথবা দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।