জেলা

ঝাড়গ্রামে ক্ষিপ্ত মা হাতির হামলায় মৃত ২ গ্রামবাসী

ঝাড়গ্রামে হাতির আক্রমনে মৃত্যু ২ গ্রামবাসীর। মৃতের নাম যথাক্রমে আনন্দ জানা এবং শশধর মাহাতো।নিহতরা নয়াগ্রাম পুলিশ স্টেশন এলাকায় বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে বুধবার সকালে একটি বাচ্চা হাতি সুবর্ণরেখা নদী পার করার সময় ডুবে যায়, সঙ্গে ছিল ১১ টি হাতি ।  তারা চলে গেলেও মা হাতিটি সেখানেই থেকে যায় এবং রাগে বিভিন্ন জায়গায় আক্রমন এবং ভাঙচুর চালায়। যে কারণে ২ জন মারা যায়।