এবার থেকে একসঙ্গে চারটি ডিভাইসে লিঙ্ক করা যাবে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে এই ফিচার বহু ব্যবহারকারীদের ফোনে পৌঁছে গেছে। Android এবং iOS উভয় ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করার সুবিধা পাবেন। যখন ফোন অনলাইন থাকবে না তখনও লিঙ্ক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। কয়েকদিন আগেই এই ফিচারটি বিটা রান শুরু হয়। এবং বর্তমানে ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য পাঠানো শুরু হয়েছে। এতদিন পর্যন্ত যেকোনও একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা যেত। কিন্তু এবার থেকে মোট চারটি ডিভাইসে একসঙ্গে লিঙ্ক করা যাবে। এর সঙ্গে ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও অন্য ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ চালু থাকবে। যদিও এতদিন পর্যন্ত সেই সুবিধা ছিল না। বর্তমানে লিঙ্ক ডিভাইস অর্থাৎ কোনও পিসি বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ-অন রাখার জন্য ফোনে ইন্টারনেট সংযোগ চালু রাখতে হয়। কিন্তু এবার থেকে আর সেই বাধ্যবাধকতা থাকছে না। তবে কোনও ফোন যদি একটানা ১৪ দিন অফলাইনে থাকে তাহলে লিঙ্কড ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে।