দেশ

পেগেসাস কান্ড: ইজরায়েলী এনএসও গ্রুপে ভারতীয় ক্লায়েন্ট কে ছিলো? প্রশ্ন চিদাম্বরমের

ফোনের নজরদারি কান্ডে ক্রমশ সুর চড়াচ্ছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম মঙ্গলবার সরকারের কাছে পেগেসাস প্রসঙ্গে আরও একবার জানতে চান। কেন্দ্রীয় সরকারের কাছে এদিন একাধিক টুইটবার্তায় চিদাম্বরম প্রশ্ন করেন – ইজরায়েলী এনএসও গ্রুপে ভারতীয় ক্লায়েন্ট কে ছিলো? কংগ্রেস সাংসদ চিদাম্বরমে লেখেন, ‘আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদমাধ্যমের তদন্তের ভিত্তিতে দ্য ওয়ার জানিয়েছে যে এনএসও গ্রুপে এক ভারতীয় ক্লায়েন্ট ছিলো। সেই ভারতীয় ক্লায়েন্ট কে?’ টুইটবার্তায় তিনি আরও বলেন, এই ক্লায়েন্ট কি ভারত সরকার? অথবা সরকারের কোনো এজেন্সি? অথবা কোনো ব্যক্তি মালিকানার সংস্থা? আমি নিশ্চিত যে শীঘ্রই ক্লায়েন্টের নাম প্রকাশিত হবে। আমি আশা করি, ততক্ষণ পর্যন্ত সরকার এই নজরদারির অভিযোগের সমস্ত অভিযোগ অস্বীকার করবে।