লোকসভা ভোটে জয়ের আনন্দে আত্মহারা কঙ্গনা। মান্ডি থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জিতে দিল্লি রওনা দিতে পৌঁছেছিলেন চন্ডীগড় এয়ারপোর্ট। সেখানেই হেনস্থার মুখে পড়তে হল বিজেপির সদ্য় জয়ী সাংসদকে। এক মহিলা সিআইএসএফ জওয়ানের হাতে এদিন থাপ্পড় খেলেন কঙ্গনা! ঘটনায় হইচই কাণ্ড। কুলবিন্দর কৌর নামের ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করল সিআইএসএফ। সংবাদ সংস্থা এএনআইকে এই খবর নিশ্চিত করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক উচ্চ পদস্থ আধিকারিক। তিনি আরও জানান, ওই মহিলা জওয়ানের বিরুদ্ধে স্থানীয় পুলিশ থানায় এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিং-এর সময় এক মহিলা CISF জওয়ান তারকা সাংসদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং তিনি নাকি তাঁকে চড় মারেন।