জেলা

নদিয়ার নাকাশিপাড়ায় ফুচকা খেয়ে মৃত্যু মহিলার, অসুস্থ শিশু সহ ৬০

ফুচকা খেয়ে বিষক্রিয়া!  নদিয়ার নাকাশিপাড়ায় প্রাণ হারালেন ঊষা ওঝা (৫২) নামে এক মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশু-সহ অন্তত ৬০ জন। ফুচকা বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কী থেকে বিষক্রিয়া এবং মৃত্যু, তা জানতে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। শুক্রবার রাতে নাকাশিপাড়ার মাঠপাড়া ও মরকখোলা এলাকায় ফুচকার ডালা নিয়ে বসেছিলেন এক বিক্রেতা। অনেকেই তাঁর থেকে ফুচকা খান। স্থানীয় সূত্রে খবর, ফুচকা খাওয়ার পরই তাঁরা অসুস্থ বোধ করতে থাকেন। একে একে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। রাতভর বমি, জ্বর, পেটব্যথার যন্ত্রণায় ছটফট করছিলেন তাঁরা। শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে উষা ওঝা নামে মধ্যবয়স্ক এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানান্তরিত করা কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। এদিকে, হাসপাতালে অসুস্থদের ভিড় বাড়ছে বলে খবর।  আপাতত ওই ফুচকা বিক্রেতার কঠোর শাস্তির দাবিতে সরব এলাকাবাসী।