ভাইরাল

মধ্যপ্রদেশে মাথার ক্ষততে কন্ডোমের প্যাকেট দিয়ে ব্যান্ডেজ!

মধ্যপ্রদেশে মাথায় চোট পেয়েছিলেন এক মহিলা। চিকিৎসার জন্য তাই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের দ্বারস্থ হন। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। ড্রেসিং করে রক্তক্ষরণ বন্ধের জন্য ব্য়ান্ডেজটুকু লাগিয়ে দেওয়া হয়। তারপর সেই ব্য়ান্ডেজ নিয়ে হাসপাতালে যেতেই ঘটল আসল বিপত্তি। মহিলার মাথার ব্য়ান্ডেজ খুলতেই হতবাক চিকিৎসক। পট্টি খুলতেই বেরিয়ে এল কন্ডোমের প্যাকেট। মধ্য প্রদেশের মোরেনা জেলা হাসপাতালে এই ঘটনা ঘটেছে। আহত মহিলা ধর্মগড়ের বাসিন্দা রেশমা বাঈ। তাঁর মাথায় আঘাত লাগে। তারপর তিনি মোরেনার পোরসা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য যান। সেইসময় স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে উপস্থিত ছিলেন চিকিৎসক ধর্মেন্দ্র রাজপুত। আর ওয়ার্ড বয় ছিলেন অনন্ত রাম। ডাঃ ধর্মেন্দ্র রাজপুত ওয়ার্ড বয়কে ড্রেসিং করিয়ে তুলোর উপরে কার্ড বোর্ড দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু অনন্ত কার্ড বোর্ডের বদলে কন্ডোমের প্যাকেট দিয়ে ব্যান্ডেজ করেছেন।তবে সেই মহিলার মাথায় চোট খুব গুরুতর ছিল। তাই সেখানে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে রেফার করা হয়। জেলা হাসপাতালে যাওয়ার পর এই সত্যি সামনে আসে। সেখানে তাঁর মাথার ব্যান্ডেজ খুলতেই কন্ডোমের প্যাকেট মাথায় দেখা যায়। এই ঘটনায় পোরসা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ওই ওয়ার্ড বয়কে সাসপেন্ড করা হয়েছে মধ্য প্রদেশ স্বাস্থ্য দফতরের তরফে। অতিরিক্ত দেলা ম্যাজিস্ট্রেট নারোত্তম ভার্গভ বলেছেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’