ইভেন্ট ম্যানেজমেন্টের নামে সোদপুরের এক যুবতীকে হাওড়ায় নিয়ে গিয়ে পানশালায় কাজ করানোর অভিযোগ উঠেছে । শুধু তাই নয়, খারাপ কাজের জন্যও ওই যুবতীকে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ । ঘটনার প্রতিবাদ করলে চরম নির্যাতন নেমে আসে যুবতীর উপর । রীতিমতো তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয় বলে অভিযোগ । প্রাণ বাঁচিয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে সোদপুরের বাড়িতে ফিরে আসেন ওই যুবতী । এরপর আরিয়ান খান নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতীর পরিবার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা বছর ২৪-র ওই যুবতীর কাজের প্রয়োজন ছিল । সম্প্রতি ওই যুবতীর সঙ্গে যোগাযোগ হয় ডোমজুড়ের আরিয়ান খান নামে ওই যুবকের । ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ আছে । সেই ‘টোপ’ দিয়ে ওই যুবতীকে হাওড়ার ডোমজুড়ে আনা হয় । কিন্তু সেখানে গিয়েই ভুল ভাঙে তাঁর । অভিযোগ, পানশালায় কাজ করানো হয় তাঁকে দিয়ে । শুধু তাই নয়, আরও খারাপ কাজের প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ । কিন্তু এসব কাজ করতে রাজি হয়নি ওই যুবতী । তিনি সেখান থেকে চলে আসতে চান । অভিযোগ, এরপরই শুরু হয় অত্যাচার, আটকে রেখে তাঁকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতে থাকে । যুবতীকে আটকে রাখাই শুধু নয়, মানসিক ও শারীরিক অত্যাচারও করা হয় বলে অভিযোগ । জ্বলত সিগারেটের ছ্যাঁকা দেওয়া, মাথায় চুল কেটে নেওয়ার অভিযোগও উঠেছে । রড দিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি যুবতীর গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । আরিয়ান ও তাঁর মা শ্বেতা খান বাড়িতে আটকে রেখে এই অত্যাচার করেছেন বলে অভিযোগ আক্রান্ত যুবতীর পরিবারের । এরপর, শুক্রবার সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালিয়ে আসেন ওই যুবতী । কোনোরকমে প্রাণে বেঁচে সোদপুরের বাড়িতে ফিরে আসেন তিনি । মেয়েকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন । অভিযুক্তদের বিরুদ্ধে খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী । হাসপাতালে চিকিৎসা চলার পর শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে । তবে, নারকীয় অত্যাচারের কথা বলতে গিয়ে বারবার শিউরে উঠেছেন আক্রান্ত যুবতী । ওই যুবক ও তাঁর মায়ের বিচার চেয়ে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি । আক্রান্ত যুবতীর পরিবারও চাইছেন, নারকীয় এই ঘটনায় অভিযুক্তদের যেন কঠোর শাস্তি হয়।এদিকে, শনিবার খড়দায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে সোদপুরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, “সমাজে কিছু পাশবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু তা তুলনামূলকভাবে কম । বাম জমানায় হয়নি? বিজেপি জমানায় হচ্ছে না ? আগে এত মিডিয়া ও সোশাল মিডিয়া ছিল না । তাই বিষয়গুলো বাইরে আসত না । এই ধরনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের ধরে তাদের শাস্তি দেওয়ার হার কিন্তু বেশি । এই বিষয়ে প্রশাসন যথেষ্ট কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে ।” অন্যদিকে, বিষয়টি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ বলেন, “অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে । তদন্ত চলছে ।”
