বিনোদন

প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা, শোকস্তব্ধ বলিউড

বলিউডে একের পর এক শোক বইছে। মাতৃহারা হলেন বলিউডের প্রযোজক আদিত্য চোপড়া। মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া ওরফে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি। বৃহস্পতিবার মুম্বইতেই মারা গেলেন পামেলা চোপড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পামেলা ছিলেন, যশরাজ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান আদিত্য চোপড়া এবং অভিনেতা উদয় চোপড়ার মা। পামেলার চিকিৎসক ডঃ প্রহ্লাদ প্রভুদেসাই ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, “তিনি আজ মারা গিয়েছেন। তিনি ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন। তার নিউমোনিয়া হয়েছিল।” পামেলা চোপড়া প্রয়াত স্বামী যশ চোপড়ার সহযোগী ছিলেন এবং তিনি YRF চলচ্চিত্রের লেখক, পোশাক ডিজাইনার এবং গায়ক হিসাবেও মাঝে মাঝে অবতীর্ণ হতেন। তাঁর গাওয়া সবচেয়ে বিখ্যাত গানগুলির মধ্যে একটি ছিল চাঁদনীর ‘ম্যায় সসুরাল নাহি জাউঙ্গি’ এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ‘ঘর আজা পরদেশি’ যেখানে তিনি মনপ্রীত কৌরের সঙ্গে তাঁর কন্ঠ ভাগ করে নিয়েছিলেন। যশ চোপড়ার ১৯৭৬ সালের চলচ্চিত্র ‘কাভি কাভি’র গল্পটির চিত্রনাট্যকর ছিলেন পামেলা। এছাড়াও তিনি ১৯৮১ সালের চলচ্চিত্র সিলসিলার ডিজাইনার হিসাবে কৃতিত্ব লাভ করেছিলেন। যশ চোপড়া, তাঁর সাক্ষাৎকারে চলচ্চিত্রে পামেলার ইনপুট সম্পর্কে বলেছিলেন, যশরাজ ফিল্মসের অন্যতম স্তম্ভ হলেন পামেলা, যা তাঁদের বিয়ের পর শুরু হয়েছিল। এদিকে পিটিআই-এর সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, আদিত্য চোপড়ার স্ত্রী অভিনেত্রী রানী মুখোপাধ্যায় বলেছিলেন যে, পামেলা চোপড়ার প্রভাবের জন্যই যশ চোপড়া মহিলাদের জন্য সুন্দর অংশ বাছাই করতে পারতেন। “আমি সত্যিই বিশ্বাস করি পাম আন্টির (পামেলা চোপড়া) জন্যই তাঁর শ্বশুরমশাই পর্দায় মহিলাদের জন্য সুন্দর অংশ লিখতে পারতেন। তিনি কীভাবে তাঁর নায়িকাদের পর্দায় উপস্থাপন করেছেন তা নিয়ে আমি সর্বদা বিস্মিত ছিলাম, এবং গোপনে সর্বদা ‘যশ চোপড়া নায়িকা’ হতে চেয়েছিলাম।”