খেলা

রায়না, ধাওয়ানের পর এবার বেটিং অ্য়াপ মামলায় যুবরাজ সিংকে ইডির তলব, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

ইডির তলব পেলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ বেআইনি বেটিং অ্য়াপের আর্থিক তছরূপ মামলায় সম্প্রতি তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ৷ বেটিং অ্য়াপের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত থাকার কারণে একে একে ডাকা হচ্ছে ক্রিকেটারদের ৷ গত মাসে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এই মামলায় প্রায় আট ঘণ্টা জেরার মুখে পড়েছিলেন ৷ এরপর চলতি মাসের শুরুতেই ডাকা হয়েছিল শিখর ধাওয়ানকে ৷ তালিকায় নয়া সংযোজন যুবরাজ সিং ৷ প্রাক্তন বাঁ-হাতি অলরাউন্ডারের পাশাপাশি ইডি ডেকে পাঠিয়েছে আরেক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও ৷ সংবাদসংস্থা পিটিআই’য়ের রিপোর্ট অনুযায়ী যুবরাজকে আগামী মঙ্গলবার অর্থাৎ, 23 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ উথাপ্পাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছে তার একদিন আগে অর্থাৎ, 22 সেপ্টেম্বর ৷ দুই ক্রিকেটারের পাশাপাশি ইডি তলব করেছে অভিনেতা সোনু সুদকেও ৷ ‘1এক্স বেট’ (1xBet) নামক বেটিং-অ্য়াপ সংস্থার সঙ্গে বিভিন্ন এনডোর্সমেন্টের মাধ্যমে যুক্ত থাকার কারণ চলতি মাসের প্রথম সপ্তাহে শিখর ধাওয়ানকে জেরা করেছিল ইডি ৷ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের (PMLA) আওতায় ‘মিস্টার আইসিসি’কে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা ৷ তাঁর বয়ানও রেকর্ডও করা হয় ৷ একই কারণেই যুবরাজ ও উথাপ্পাকেও সমন করা হল ৷ গতকাল বেআইনি বেটিং অ্যাপ মামলায় নয়াদিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী ৷ মিমির পাশাপাশি গতকাল হাজিরা দেওয়ার কথা ছিল সংশ্লিষ্ট বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর ঊর্বশী রাউতেলারও ৷ তবে তিনি সমন এড়িয়ে গিয়েছেন বলেই খবর ৷