বিনোদন

হৃতিকের কথায় তোলপাড়, আসছে জিন্দেগি না মিলেগি দোবারা ২!

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে উত্তেজনার পারদ ফের চড়ছে! যদিও এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি, তবে হৃতিক রোশন সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের কল্পনায় রং লাগাতে শুরু করে দিয়েছে। হৃতিক রোশন নিজে ইঙ্গিত দিয়েছেন—হয়তো আসছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল!  ২০২১ সালে জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটি মুক্তি পেয়েছিল। মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। দর্শকদের অনেকেরই ধারণা এমন কমেডি-ড্রামা খুব কমই তৈরি হয়েছে। বন্ধুত্বের প্রতীক হিসেবে দর্শক মনে রয়ে গিয়েছে ছবি। এই ছবির সিক্যুয়াল নিয়ে উত্তেজনার পারদ চললেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। হৃতিক রোশন একটি ইঙ্গিত দিয়েছেন যা তার ভক্তদের ভাবনায় নতুন করে রংয়ের প্রলেপ লাগিয়েছে। তার কথায় হয়তো আসছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন,ফারহান আখতার এবং অভয় দেওল। প্রসঙ্গত,বন্ধুর বিয়ের আগে স্পেনে ব্যাচেলার ট্রিপ, তবে এই জার্নি আসলে ছিল ইমরান,কবীর আর অর্জুনের(ছবির তিনটি প্রধান চরিত্রের নাম) জীবনের এক নতুন মোড়। নিজেদের নতুন করে চেনার পাশাপাশি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই ছবি বলিউড বক্স অফিসে সুপারহিট। পেয়েছে দু’টি জাতীয় পুরস্কারও। নাচ-গান-রোম্যান্স-ঝগড়া-বন্ধুত্বের মিশেলে নিখাদ এন্টারটেনমেন্ট।