রবিবার ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া । প্রথমে ব্যাট করে দাপট দেখিয়েছিলেন ব্যাটসম্যানরা৷ ৩৪০ রান ওঠে স্কোরবোর্ডে ৷ এরপর ভারতকে জেতালেন বোলাররা ৷ শামি, কুলদীপদের দাপটে ৩০৪ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া ৷ তিন উইকেট নিলেন মহম্মদ শামি ৷ ৫২ বলে ৮০ রান করে ম্যাচের সেরা কে এল রাহুল ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮১ রান ওঠে ৷ প্রথম ম্যাচের পর রাজকোটেও ভালো ব্যাটিং করেন শিখর ধাওয়ান ৷ চার রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর ৷ প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ৩৪০ ৷ ব্যক্তিগত ৪২ রানে রোহিত আউট হওয়ার পর ক্রিজে নামেন অধিনায়ক ৷ নিজের চিরাচরিত পজ়িশনে নেমে দুরন্ত অর্ধশতরান করেন অধিনায়ক কোহলি ৷ অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও ভালো ব্যাটিং শিখরের ৷ ৯৬ রান করে আউট হন তিনি ৷ কোহলি করেন ৭৮ রান ৷ পাঁচ নম্বরে নেমেও ব্যাট হাতে ফের চমক দেখালেন লোকেশ রাহুল ৷ দুরন্ত ব্যাটিং করে ব্যক্তিগত ৮০ রানে আউট হন তিনি ৷ প্রথম ম্যাচের মতো রাজকোটেও কোহলিকে আউট করলেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা ৷ ১০ ওভার বল করে ৩ টি উইকেট তুলে নিলেন তিনি ৷ পেসার কেন রিচার্ডসন নিলেন ২টি উইকেট ৷ ৫০ ওভারের শেষে ভারতের সংগ্রহ ৩৪০৷ জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার ২০ রানের মাথায় আউট হন ওয়ার্নার ৷ শামির বলে মনীশ পাণ্ডের দুরন্ত ক্যাচে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন ৷ অধিনায়ক ফিঞ্চকে ব্যাক্তিগত ৩৩ রানে আউট করেন রবীন্দ্র জাদেজা ৷ ব্যক্তিগত ৪৬ রানে লাবুসচাগনেকে ফেরান জাদেজা ৷ দিকে ব্যাট করার সময় রিব-কেজে আঘাত পান শিখর ধাওয়ান ৷ পরে ফিল্ডিং করতে নামেননি তিনি ৷ তাঁর পরিবর্তে ফিল্ডিং করেন যুজবেন্দ্র চহ্বাল ৷ ৪৪ তম ওভারে দুর্দান্ত দু’টি ইয়র্কারে জোড়া উইকেট তুলে নেন মহম্মদ শামি । ওভারের প্রথম বলেই ১৩ রানে টার্নারকে ফেরত পাঠান । দ্বিতীয় ইয়র্কারে ফেরত পাঠান প্যাট কামিন্সকে ।