কলকাতাঃ কলকাতা পুলিসের সোশ্যাল মিডিয়া পেজে সপ্তাহজুড়ে প্রচার চলছিল। এবার করোনা ভাইরাস নিয়ে শহরবাসীকে সচেতন করতে সরাসরি পথে নামল কলকাতা পুলিস। পুলিস কমিশনার অনুজ শর্মার নির্দেশে শনিবার বিকেল থেকেই শহরের সব থানার ওসির নেতৃত্বে পুলিসকর্মীদের দেখা গেল এলাকায় সচেতনতা বৃদ্ধিতে পোস্টার লাগাতে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে অযথা গুজব ঠেকানোর পাশাপাশি শহরবাসীকে সতর্ক ও সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। কলকাতা পুলিসের এক ওসি বলেন, মূলত জনসমাগম হয় এমন স্থানকেই পোস্টার লাগানোর জন্য বাছা হয়েছে। পোস্টারের সাহায্যে জনতাকে সচেতন করার পাশাপাশি পথচলতি মানুষকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করেন পুলিসকর্মীরা। উচ্চ মাধ্যমিক সহ একাধিক পরীক্ষা চলছে। তাই এই প্রচারে মাইকের সাহায্য নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা।