দেশ

নির্ভয়া কান্ডে দোষীদের ফাঁসি ১ ফেব্রুয়ারি সকাল ৬ টায়


নির্ভয়া কাণ্ডে চারজন দোষীদের ফাঁসি ২২ জানুয়ারির বদলে হবে ১ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ৬ টায় তাদের ফাঁসি দেওয়া হবে। নির্দেশ পাতিয়ালা হাউস কোর্টের।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির অবস্থান স্পষ্ট হতেই ১৪ দিন সময় আইনতভাবে দেওয়া হয়েছে দোষীদের। আইনের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর ১৪ দিন সময় দোষীরা পেতে পারেন। এদিকে, আজ দিল্লি কোর্টের তরফে তিহার জেল কর্তৃপক্ষকে জানানো হয় দোষীদের ফাঁসির বিষয়ে। দিল্লি আদালত তিহার কর্তৃপক্ষকে এটি নিশ্চিত করতে বলে যে মুকেশ কুমার সিংয়ের প্রাণভিক্ষার আর্দি যে রাষ্ট্রপতি খারিজ করেছেন, তা যেন ধর্ষককে জানিয়ে দেওয়া হয়। ২০১২ সালে দিল্লির বুকে নারকীয় ধর্ষণের ঘটনা ঘটে নির্ভয়াকে কেন্দ্র করে। সেই ঘটনার পর নির্যাতিতার মৃত্যু হয়। এরপর থেকেই ৭ বছর ধরে টালা চলে আইনি লড়াই। যার শেষে ২০২০ সালে নির্ভয়াকাণ্ডে ৪ জন ধর্ষককে ফাঁসির সাজা শোনায় আদালত।