কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে সম্পূর্ণ কোভিড হাসপাতাল। কাল থেকে পূর্ণ-সময়ের জন্য চালু হবে। আজ এই সিদ্ধান্তের কথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান। তাই দ্রুত পরীক্ষা ও চিকিত্সার জন্য আমরা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। যা ৭ মে থেকে কাজ শুরু করবে।” মুখ্যমন্ত্রী জানান, কলকাতার মেডিকেল কলেজে প্রাথমিকভাবে ৫০০ বেড নিয়ে শুরু হবে। পরে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী বড বাড়ানো হবে। রাজ্যে এটা নিয়ে মোট ৬৮টি করোনা হাসপাতাল তৈরি করা হল।