সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় আবারও পথে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হাঁটলেন দুর্গাপুরে। বুধবার দুপুরে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক সেরে আকাশপথে তিনি সোজা চলে আসেন দুর্গাপুরে। সেখানে এসে সোজা নেমে পড়েন রাস্তায়। বেনাচিতির ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিক বাসস্ট্যান্ড পর্যন্ত কয়েক কিলোমিটার পদযাত্রা করেন এনআরসি ও সিএএ বিরোধিতায়। এদিন তাঁর সঙ্গে মিছিলে পা মেলায় কয়েক হাজার মানুষ। দুর্গাপুরের পথসভা থেকে ফের মমতা ব্যানার্জি বলেন, এই আইন পশ্চিমবঙ্গে তিনি কার্যকর করতে দেবেন না। মানুষকে আশ্বস্ত করতে এবং আন্দোলনকে সঙ্ঘবদ্ধ করতে তিনি গোটা রাজ্যজুড়ে পথসভা জনসভা করছেন। পাশে পাচ্ছেন হাজার হাজার মানুষ। এর আগে কলকাতা শহর ও সংলগ্ন দুই চব্বিশ পরগণায় পরপর পদযাত্রা করেন। উত্তরবঙ্গেও শিলিগুড়িতে গিয়েও রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর ডাকে সাড়া দিয়ে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। তিনি বাঁকুড়া সফরে যান। পুরভোটের আগে সেখানে একটি দলীয় কর্মিসভায় বক্তব্য রাখেন। তারপর সেখান থেকেই বুধবার আবার এনআরসি ও সিএএ বিরোধিতায় মিছিলে পা মেলান দুর্গাপুরে।