কলকাতাঃ আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে যে সব বিষয় রয়েছে বর্তমান পরিস্থিতিতে সেগুলি যথাযথভাবে বিবেচনা করে তবেই বাণিজ্য শুরু করার সবুজ সংকেত দেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের দেওয়া চিঠি প্রসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিকদের বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার গ্রামে বসবাসকারী মানুষরা বেশ কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার বিষয়টিও সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে।’ উল্লেখ্য বন্ধ থাকা পেট্রাপোল সহ রাজ্যের সবকটি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে দ্রুত পণ্য পরিবহন চালু করার অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বুধবার মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে জানিয়েছেন। অনুমতি না দেওয়ায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে দুই দেশের অনেক ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে থাকায় সমস্যা তৈরির পাশাপাশি সীমান্ত বাণিজ্য নিয়ে এই রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা আইন লংঘন করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে লক ডাউনের জেরে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম ও সিকিমের সীমান্তে রাজ্যের যে সমস্ত পর্যটক, তীর্থযাত্রী এবং পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন তাদেরও দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে আলাপন বাবু এদিন জানান।