কলকাতা

তিনদিনের সফরে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বাংলার ক্ষমতা দখলের পর ‘এবার লক্ষ্য দিল্লি’, বলে সাফ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিই যে তৃণমূলের এক ও একমাত্র লক্ষ্য মমতার কথা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আজ থেকে তিনদিনের সফরে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতে একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলার পাশাপাশি বিজেপি বিরোধী ঐক্য গড়তে শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেদের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো।  তারপর থেকেই একের পর এক রাজ্যে বিভিন্ন নেতাদের অন্যদল থেকে তৃণমূলে যোগদান করতে দেখা যায়। মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট সরকারে রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। অতীতে বিভিন্ন সময়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে শিবসেনাকে। উদ্ধবের সঙ্গে মমতার সম্পর্ক বরাবরই ভাল। মনে করা হচ্ছে আগামী ২০২৪ সালের নির্বাচন নিয়ে শিবসেনা প্রধানের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে চান তৃণমূল সুপ্রিমো। বাংলার নির্বাচন জয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বড় অবদান ছিল বলেই মনে করেন অনেকে । সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে পিকের । রাজনৈতিক মহলে গুঞ্জন তৃণমূলের দূত হিসেবেই পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন প্রশান্ত । তারপরই মুম্বইয়ে মমতা-পাওয়ার সাক্ষাৎ সেই বৈঠকের পরবর্তী ধাপ বলেই মনে করছে রাজনৈতিক মহল । এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলেই ২দিনের সফরে বাণিজ্যনগরীতে পা রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে মুম্বই পৌঁছনোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবারের মুম্বই সফরে অন্যতম প্রধান গুরুত্ব হতে চলেছে আগামী ১ ডিসেম্বর শিল্পপতিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক। আগামী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসার জন্য মুখ্যমন্ত্রী শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন বলে জানা গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর এই সফর জাতীয় রাজনীতির দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।