বিহারে কাপলিং খুলে আলাদা হয়ে গেল মগধ এক্সপ্রেসের একাধিক কামরা
কাপলিং খুলে গিয়ে আলাদা হয়ে গেল নিউ দিল্লি-ইসলামপুর মগধ সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক কামরা। যদিও এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি যাত্রীবাহী ট্রেনটিকে পাটনা রেল বিভাগের বক্সার-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশনের মাঝামাঝি দাঁড় করিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়। রেল সূত্রে খবর, […]