দেশ

সাসপেন্ড সাংসদদের ফেরানোর দাবিতে ধরনা

বহিষ্কৃত ১২ জন বিরোধী দলের সাংসদদের ফিরিয়ে নেওয়ার দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বিরোধী দলের সাংসদেরা ৷ সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ২৯ নভেম্বর অধিবেশন শেষের আগে ১২ জন সাংসদকে বহিষ্কারের প্রস্তাব আনেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ তা ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ৷ এ বছরের বাদল অধিবেশনের শেষ দিন সংসদে “সংসদ বিরোধী এবং হিংসাত্মক” আচরণের জন্য এঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ বিরোধী দলের সাংসদেরা সংসদের গান্ধি মূর্তির পাদদেশে লাগাতার ধর্নায় বসার ডাক দেন ৷ আজ সকাল আনুমানিক সাড়ে ১০ টা থেকে ধর্নায় বসেছেন তাঁরা ৷ উপস্থিত রয়েছেন রাহুল গান্ধি ৷ এদিকে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোলে সরগরম সংসদ ৷ যার জেরে শুরুর ১০মিনিটের মধ্যেই মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন ৷ বেলা ১২টা পর্যন্ত মুলতুবি রাখা হল উচ্চকক্ষের অধিবেশন  ৷  সাংসদ দোলা সেন জানান, সাংসদদের এই বহিষ্কারের মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠরা তাদের জোর দেখাচ্ছে ৷ তিনি বলেন, “ওরা যখন বিরোধী দল ছিল, তখন সংসদের কাজকর্মে প্রায়ই বাধা দিত ৷ যতক্ষণ না পর্যন্ত ন্যায়বিচার পাচ্ছি, আমরা আমাদের ধর্না চালিয়ে যাব ৷” দুপুর ১২টায় রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর আজও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে  ১২ জন সাংসদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা ৷ অধিবেশন শুরুর আনুমানিক ১০ মিনিট পর ফের বেলা ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন ৷ এদিকে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, যদি রাজ্যসভার ওই ১২ জন সদস্য ফিরে আসতে চান, তাহলে তাদের অনুশোচনা প্রকাশ করতে হবে ৷ তিনি বলেন, “তাঁরা ধর্নায় বসুন ৷ আমি প্রার্থনা করি মহাত্মা গান্ধী যেন তাঁদের জ্ঞান দেন ৷”