উ ত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আসতে হবে বাড়িতে। তবেই তাঁরা নির্যাতিতার দেহ সমাধিস্থ করবেন। এমনই দাবিতে অনড় ছিলেন উন্নাওয়ের নির্যাতিতার পরিবার। দীর্ঘক্ষণ এই নিয়ে টানাপোড়েনের পর অবশেষে পুলিসের আশ্বাসেই অন্ত্যেষ্টিতে রাজি হল পরিবার। সমাধিস্থ করা হচ্ছে উন্নাওয়ের নির্যাতিতাকে। পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকরা দফায় দফায় তাঁর পরিবারের সঙ্গে আলোচনায় বসেন। লখনউয়ের ডিভিশনাল পুলিস কমিশনার মুকেশ মেশরাম সহ পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দফায় দফায় আলোচনায় বলেছে। দোষীদের নজিরবিহীন শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। তারপরেই নির্যাতিতার অন্ত্যেষ্টিতে রাজি হয় পরিবার। কড়া পুলিসি নিরাপত্তায় গ্রামেই সমাধিস্থ করা হচ্ছে তাঁকে। সেখানে উপস্থিত রয়েছেন সমাজবাদী পার্টির নেতারা। অন্ত্যেষ্টির পর গ্রামে একটি স্মরণ সভায় আয়োজন করেছেন তাঁরা।