দৈনিক রাশিফল 🔯

মেষ

চিকিৎসা, ওকালতিসহ পেশাদারি কর্মে সাফল্য আর উপার্জন বৃদ্ধি। বিদ্যার্থী আর গবেষকদের অনুকূল সময়।

বৃষ

যে কোনও কর্মের প্রসার আর অগ্রগতির সম্ভাবনা। শত্রু বাড়বে। সন্তানের চিকিৎসার সুব্যবস্থা গ্রহণে সাফল্য।

মিথুন

বিজ্ঞান শাস্ত্রের চর্চায় বিশেষ উন্নতি; পরীক্ষায় অনুকূল ফললাভের যোগ। কর্মোন্নতির আর আয় বৃদ্ধি।

কর্কট

সামাজিক কর্মে সাফল্য আর সুনাম লাভ। ব্যবসায় উন্নতি। মানসিক উত্তেজনা বৃদ্ধি।

সিংহ

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে ধনাগম বৃদ্ধি আর পুনঃসঞ্চয় যোগ প্রবল। শত্রু বাড়লেও কর্মোন্নতি হবে।

কন্যা

ভালো কোনও প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতার অবসান। বিদ্যায় শুভ।

তুলা

সুগার, প্রেশার আর বাতের সমস্যায় দেহকষ্ট। মানসিক অস্থিরতা থাকবে। কর্মে বাধার আশঙ্কা।

বৃশ্চিক

অহঙ্কারী আর উদ্ধত আচরণে ঘরে বাইরে বিড়ম্বনা আর অপযশ। ব্যবসা একপ্রকার চলবে।

ধনু

কর্ম আর বিদ্যালাভের পক্ষে দিনটি শুভ। শারীরিক সমস্যা কিছুটা কমবে। অর্থকড়ি দিক একপ্রকার থাকবে।

মকর

পুরনো রোগের বৃদ্ধিতে দেহে ভোগান্তির আশঙ্কা। যে কোনও কর্মে উন্নতি আর অর্থকড়ি আয় বাড়বে।

কুম্ভ

পেশাদারদের ধনযোগ বিশেষ শুভ। আগুন আর তরল থেকে সতর্ক হন। চাকরিস্থলে কর্মসাফল্য।

মীন

জনসংযোগ আর জনকল্যাণ কর্মে দিনটি শুভ। বিবাহের যোগাযোগ আসতে পারে। ধর্মকর্ম হবে।

৮ চৈত্র, ১৪২৯, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩। দ্বিতীয়া ৩৯/৭ সন্ধ্যা ৬/২১। রেবতী নক্ষত্র ২১/৫ দিবা ২/৮। সূর্যোদয় ৫/৪২/১৯, সূর্যাস্ত ৫/৪৪/৪৭। অমৃতযোগ রাত্রি ১০/৫৫ গতে ৩/১৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১৯ মধ্যে পুনঃ ১০/৩১ গতে ১২/৫৬ মধ্যে। বারবেলা ২/৪৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/১২ মধ্যে। 

  বিভিন্ন রাশির জাতকদের ২০২২ কেমন কাটবে? দেখে নিন একনজরে