রামনবমীতে নতুন পামবান ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
রামনবমীতে দেশে ফিরে নতুন পামবান রেলওয়ে ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ব্রিজ উদ্বোধনের ফলে তামিলনাড়ুর মণ্ডপম রেল স্টেশন থেকে সরাসরি রামেশ্বরম দ্বীপে পৌঁছনো যাবে ৷ রবিবার সকালে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফর শেষে তামিলনাড়ুর রামেশ্বরমে পৌঁছন ৷ সেখানে শ্রী আরুলমিগা রামানাথস্বামী মন্দিরে পুজো দেন তিনি ৷ এরপর পামবান ব্রিজের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি […]