মেয়ের ইনস্টা রিলস না-পসন্দ, টেনিস খেলোয়াড়কে গুলি করে খুন করলেন বাবা
সোশাল মিডিয়ায় পোস্ট করা মেয়ের রিলস ক্রমেই তার সম্মানহানির কারণ হয়ে উঠছিল ৷ গাঁয়ের মানুষজনের কাছে মশকরার পাত্র হয়ে উঠেছিল সে ৷ আর সেই ক্ষোভ থেকেই মেয়েকে গুলিতে ঝাঁঝরা করল বাবা ৷ বৃহস্পতিবার ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৭-এ ৷ মৃত রাধিকা যাদব একসময় রাজ্যস্তরের টেনিসে নিয়মিত অংশ নিতেন ৷ কিন্তু কাঁধের চোটে কেরিয়ার […]