জেলা

অবশেষে ময়নাগুড়িতে ধরা পড়ল ঘাতক বানরটি

জলপাইগুড়িঃ অবশেষে ধরা পড়ল ময়নাগুড়ির সেই ঘাতক বানরটি। সোমবার সকালে জলপাইগুড়ির মাধবডাঙ্গা ১গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বনদপ্তর এর হাতে আটক হলো বানরটি। এদিন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য ও বনদপ্তরের যৌথ প্রচেষ্টায় খাঁচা বন্দি করা গেল তাকে। উল্লেখ্য, বানরটি ওই এলাকায় একাধিক ব্যক্তির উপর আক্রমণ করেছিল। এ বিষয়ে, রামসাই মোবাইল রেঞ্জ বিট অফিসার ভূপতি শীল জানান, বানরটি সুস্থ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এলাকার বাসিন্দারা সম্ভবত তাকে বিরক্ত করেছিল। তার জন্যই সে হামলা করতে বাধ্য হয়েছিল।