অমর্ত্য সেনের পর আবারও অর্থনীতিতে নোবেল জয় বাঙালির। আজ অর্থনীতিতে নোবেলের জন্য ঘোষিত হল বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর সঙ্গে অপর দুই অর্থনীতিবিদ এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও নোবেল পেলেন। বিশ্ব দারিদ্র দূরীকরণে পরীক্ষামূলক বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন বাঙালি বিজ্ঞানী। অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, স্কুল ও কলেজ জীবন কেটেছে কলকাতায়। পড়াশোনা প্রেসিডেন্সিতে। এরপর হার্ভার্ড এবং কেম্ব্রিজে পড়াশোনা। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক। নোবেলজয়ীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘আরও এক বাঙালি আমাদের গর্বিত করলেন ৷ বাঙালির কৃত্বিত্বে আমরা উচ্ছ্বসিত ৷’