কলকাতা

আগামীকাল থেকে মাধ্যমিক, বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

পরীক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা চালু কন্ট্রোল রুমের ফোন নম্বর –  ০৩৩২৩৫৯২২৬৪ , ০৩৩২৩৫৯২২৭৪

মাধ্যমিকের প্রশ্নপত্র মোবাইলে ছড়ানো রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন জানিয়েছেন, আগের বছর যে সমস্ত জায়গায় হোয়াটসঅ্যাপে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং ফাঁস হওয়ার প্রবনতা রয়েছে, পরীক্ষা চলাকালীন সেই সমস্ত জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে রাজ্যের মোট ৪২টি ব্লকে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে পরিষেবা। এছাড়া মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাহলের ভিতলে শিক্ষক, শিক্ষিকারা মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না। কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা স্মার্ট ওয়াচ মিললেই তৎক্ষণাৎ তার পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানালেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। তিনি বললেন, এব্যাপারে রাজ্যের সব কটি শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবার মোট ১০,১৫, ৮৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যা আগেরবারের তুলনায় ৩৩০০০ জন কম। পাসের হার বাড়ার ফলেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানালেন পর্ষদ সভাপতি। পরীক্ষা হচ্ছে ২৮৩৯টি কেন্দ্রে। প্রত্যেকটি মূল কেন্দ্রের দায়িত্বে থাকছেন একজন সরকারি আধিকারিক, সেই স্কুলের প্রধানশিক্ষক বা প্রধানশিক্ষিকা এবং একজন অতিরিক্ত ইন–চার্জ। কল্যাণময় জানালেন, সকাল ১০.‌৩০টা নাগাদ পরীক্ষা হলগুলিতে পৌঁছবে প্রশ্নপত্রের প্যাকেট। প্যাকেট ছাত্রছাত্রীদের সামনে খোলা হবে সকাল ১১.‌৪০ মিনিট নাগাদ। তার ১০ মিনিট পর সকাল ১১.‌৫০ মিনিট নাগাদ উত্তরপত্র সরবরাহ করা হবে পরীক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও সমস্যা হলে বা কিছু জানার দরকার হলে বোর্ডের কন্ট্রোল রুমে ফোন করতে পারে পরীক্ষার্থীরা। ২৪ ঘণ্টা চালু ওই কন্ট্রোল রুমের ফোন নম্বর—  ০৩৩২৩৫৯২২৬৪ এবং ০৩৩২৩৫৯২২৭৪। সোমবার নবান্নে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। অন্যদিকে, পরীক্ষার দিনগুলোতে পরিবহন ব্যবস্থা যাতে ঠিক থাকে, রাস্তায় যাতে কোনও যানজট না হয়, এদিন বিধানসভায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তা দেখে নিতে বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের নির্দেশের পরই বিধানসভায় শুভেন্দু অধিকারী জানান, পরীক্ষার দিনে রাস্তায় কোনও ছাত্রছাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখলে তাকে সাহায্য করতে নির্দেশ দেওয়া হয়েছে।