নয়াদিল্লিঃ মঙ্গলবার সকাল ১০টায় ফের একবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই লকডাউন নিয়ে নতুন ঘোষণা করতে পারেন তিনি! করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই দেশ কোন জায়গায় দাঁড়িয়ে, এই সংকট থেকে বেরিয়ে আসতে সরকারের পরিকল্পনাই বা কী? সে সমস্ত কিছুই প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসার কথা। মঙ্গলবারই প্রথম পর্যায়ের একুশ দিনের লকডাউন শেষ হচ্ছে। এ দিন প্রধানমন্ত্রীর দফতরের তরফেই টুইটারে এই ঘোষণা করা হয়েছে।