দেশ

আজ সন্ধে ৬টা ৪০ মিনিটে মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী পদে শপথ নেবেন উদ্ধব ঠাকরে

আজ মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধে ৬টা ৪০ মিনিটে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সাথে শপথ নেবেন তিন দলেরই আরও দুই জন করে। এদিকে শপথ গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে শিবাজি পার্ককে। বুধবার থেকেই মুম্বই পুলিশকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে শিবাজি পার্কে। জানা গিয়েছে মোট ২০০০ পুলিশ কর্মীকে নিরাপত্তা সুনিষ্চিত করতে শিবাজি পার্কে নিয়োজিত করা হয়েছে। শিবাজি পার্ক পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ জানিয়েছেন, এলাকার পূর্ণাঙ্গ নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। উর্দিধারী পুলিশ কর্মীরা ছাড়াও

বিশেষ গোয়েন্দা ও সাদা পোশাকের পুলিশ কর্মীদের শিবাজি পার্ক ও তার সংলগ্ন এলাকাতে মোতায়েন করা হয়েছে। থাকবে আকাশপথে নজরদারি চালিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে ড্রোন। সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যার সর্বক্ষণ মনিটরিংয়ে নিয়োজিত রয়েছেন পুলিশ কর্মীরা। এদিকে আজকের শপথ গ্রহণের আগে বুধবার তিন বড় দলের মধ্যে মন্ত্রিত্বের ভাগ ‌বাটোয়ারা নিয়ে দফায় দফায় বৈঠক হয়। যেরকম জানা যাচ্ছে, শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী সহ মোট ১৬ জন মন্ত্রী নেওয়া হবে, এনসিপি থেকে উপ‌মুখ্যমন্ত্রী-‌সহ ১৫ জন, কংগ্রেস থেকে ১৩ জন।  এদিকে স্পিকার পদ পেতে পারে কংগ্রেস।