কলকাতাঃ উসকানি দেওয়ার অভিযোগে মেয়রকে গ্রেফতারির দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সুমন ভট্টাচার্য নামে দমদমের এক বাসিন্দা এই মামলা দায়ের করেছেন। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর। ফিরহাদ হাকিম বলেন,”যারা এই ধরনের রাস্তা আটকাচ্ছে, তারা বিজেপির হাত শক্ত করছে। বাংলা সেকুলার জায়গা। এখানে মস্তানি করা ঠিক হয়নি। দম থাকে তো অমিত শাহ বাড়ির সামনে গিয়ে করুন।” শুধু শুক্রবার নয়। শনিবার ফের কড়া বার্তা দেন মেয়র ফিরহাদ হাকিম। বলেন,”এটা হিন্দু মুসলিমের লড়াই নয়। একটা সম্প্রদায়কে অরাজকতা করতে চাগাড় দেওয়া হচ্ছে। বিজেপির হাত শক্ত করছেন আপনারা। আপনাদের এসব কাজকর্মের ফলে ৭০ শতাংশ মানুষ অমিত শাহের পক্ষে হয়ে যাবে। রাজ্যে বিজেপি এসে গেলে মাথা নিচু করে থাকতে হবে। তখন আর রাস্তায় কেউ নামবে না।” গণতান্ত্রিক পথে আন্দোলনের কথা বলেন ফিরহাদ হাকিম। বলেন, “বাংলায় এনআরসি করতে দেব না বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী আইনও কার্যকর হবে না।” মুখ্যমন্ত্রীর আন্দোলনে সামিল হওয়ার ডাক দেন মেয়র।