দেশ

এনকাউন্টারের নিন্দা না করে পারছি নাঃ তথাগত রায়

তেলেঙ্গানা পুলিসের পাশে দাঁড়ালেন না মেঘালয়ের রাজ্যপাল। তথাগত রায় বলেন, ”ক্যাঙারু কোর্ট বা এনকাউন্টার অপরাধের শাস্তির যথাযথ রাস্তা হতে পারে না। অভিযুক্তদের গ্রেফতার করা দরকার। আদালত শাস্তি দেবে। এদিক-ওদিক লোককে গুলি করে মেরে ফেলা সাধারণভাবে কাম্য নয়। ব্যতিক্রম থাকতে পারে। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়ার বাবা তরুণ ভাদুড়ির ‘অভিশপ্ত চম্বল’ বলে বই লিখেছিলেন। ওই বইয়ে রয়েছে, মধ্যপ্রদেশের তত্কালীন এসপি বলেছিলেন, ডাকাতদের ধরলেও কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। তাই এনকাউন্টার না করলে ওরা ছাড়া পেয়ে যাবে। এরকম পরিস্থিতিতে যৌক্তিকতা থাকতে পারে। তবে এখানে নিন্দা না করে পারছি না।” তথাগতবাবুর কথায়, ”মেনে নিচ্ছি, ওরা ঘৃণ্য অপরাধ করেছে। কিন্তু গণতান্ত্রিক দেশে এনকাউন্টার কাম্য নয়। মাওবাদীরা গণ আদালত বসিয়ে শাস্তি দেয়। সেটাও সমর্থন করি না।”