কলকাতা

এনপিআর নিয়ে রাজ্যের অবস্থানে ক্ষুব্ধ জগদীপ ধনকার চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

কলকাতাঃ পশ্চিমবঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) আপাতত করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন, তাতে ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকার। তিনি এব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বলেছেন, এনপিআর স্থগিত রাখার ব্যাপারে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা তাঁর কাছে পাঠানো হয়নি। রাজ্যপাল এতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ সরকারি নীতি সংক্রান্ত বিষয় এটি। তাই এই বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। সংবিধানের ১৬৬ (৩) ধারা অনুযায়ী যে ৩০ (বি) রুলস অব বিজনেস রয়েছে, তার ভিত্তিতে এটা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘ বা জাতীয় মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গণভোট নেওয়ার যে প্রস্তাব মুখ্যমন্ত্রী রেখেছেন, তার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবারই ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে তাঁর ওই মন্তব্য প্রত্যাহার করতে বলেন জগদীপ ধনকার। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা না করায় চিঠিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর অবস্থানের কোনও পরিবর্তন না হওয়ায় তাঁর তীব্র অসন্তোষের কথাও চিঠিতে ব্যক্ত করেছেন রাজ্যপাল। জগদীপ ধনকার মনে করেন, মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য অসাংবিধানিক। তিনি যে উচ্চপদে আসীন, তার সঙ্গে ওই মন্তব্য সঙ্গতিপূর্ণ নয়। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের ব্যাপারে বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন বলে রাজ্যপাল জানিয়েছেন। জাতীয়তাবোধ ও দেশ যে সবথেকে উপরে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে সহমত হবেন বলে রাজ্যপাল আশা করেছেন। ওই মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য রাজ্যপাল তাঁকে অনুরোধ করেছেন। গণতন্ত্রের স্বার্থে এটা করা প্রয়োজন।